
কুড়িগ্রাম প্রতিনিধি:চোরাইকৃত মটর সাইকেল সহ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় দুই যুবককে আটক করেছে এলাকাবাসী।
গত মঙ্গলবার রাতে উপজেলার ঝাউকুটি গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে সুরুজ্জামান তার ব্যবহৃত ১০০ সিসি বাজাজ ডিসকভার মোটরসাইকেলটি এলাকার আনন্দ বাজারে রেখে অন্যকাজে ব্যস্ত ছিল। এ সময় একই উপজেলার পশ্চিম ফুলমতি গ্রামের গাজিবর রহমানের ছেলে একাধিক মামলার আসামী মিঠু মিয়া ও করিম আলীর ছেলে আঃ খালেক মোটরসাইকেলটি চুরি করে পাশ্ববর্তী রোস্তম আলীর ছেলে আলমগীর হোসেনের বাড়ীতে রেখে দেয় এবং সন্দেহজনকভাবে চলাফেরা করতে থাকে।
এতে করে স্থানীয়দের সন্দেহ হলে মোটরসাইকেল মালিককে খবর দেয় তারা। এলাকার লোকজন আলমগীর হোসেনের বাড়ীতে তল্লাশি করে মোটর সাইকেলটি উদ্ধার করে। এ সময় মিঠু মিয়া পালিয়ে গেলেও আলমগীর হোসেন ও আব্দুল খালেককে গাড়ীসহ আটক করে এলাকাবাসী।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, মটরসাইকেল চুরির বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে আইনাগত ব্যবস্থা নেয়া হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।