জামালপুর প্রতিনিধি: জামালপুরে সপ্তাহব্যাপী শুরু হয়েছে এসএমই পণ্য মেলা। ২৩ জানুয়ারী মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জামালপুর শহরে বর্ণাঢ্য র্যলী ও আলোচনা সভার মধ্য দিয়ে জামালপুরে সপ্তাহব্যাপী আঞ্চলিক এসএমই পন্য মেলার উদ্বোধন করা হয়।
মেলা উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য রেজউল করিম হীরা এমপি।
এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জামালপুরের জেলা প্রশাসক আহম্মেদ কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল সাবরিন, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, আতিকুর রহমান ছানাসহ সুধী বৃন্দ। জামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে সপ্তাহব্যপী এই মেলায় নকশী কাথা, হস্তশিল্প পণ্য ছাড়াও ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তাদের বিভিন্ন পণ্যের ৫৮টি স্টল স্থান পেয়েছে। মেলা চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত।