গোলাম মোস্তফা রাঙ্গা: ২১ জানুয়ারি বরিবার বিকাল ৩টায় কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র-এ ৭০দিন মেয়াদি ৩য় ধাপ বেসিক কম্পিউটার প্রশিক্ষণ (পুরুষ) কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মোঃ এফতেখারুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রতন কুমার রায়, রাজারহাটের উপজেলা প্রশিক্ষক ও প্রশিক্ষণ কর্মকর্তা মো. জিয়াউর রহমান, কুড়িগ্রাম সদর উপজেলা প্রশিক্ষক মাইদুল ইসলাম মুরাদ, বহিরাগত কম্পিউটার প্রশিক্ষক মোঃ আব্দুস সোবহান সরকার, বহিরাগত ইংরেজী প্রশিক্ষক মমিনুল ইসলাম, দলীয় প্রশিক্ষক এপিসি দেলোয়ার হোসেন ও মনিটরিং মাঠকর্মী মজহারুল ইসলাম। কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলা হতে ৩০ জন ভিডিপি সদস্য আগামী ৩০ মার্চ পর্যন্ত উক্ত প্রশিক্ষণটি গ্রহণ করবেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বেসিক কম্পিউটার কোর্সের বিভাগীয় প্রশিক্ষক কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের হিসাবরক্ষক গোলাম মোস্তফা রাঙ্গা।