সেবা ডেস্ক: ‘মাদক নয় মাঠে চলো খেলাধুলায় শিক্ষা গড়’ এই শ্লোগানে কুড়িগ্রামে মাদক বিরোধী এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে রোববার সকালে জেলা প্রশাসক গোল্ডকাপ ফাইনাল খেলা উপলক্ষ্যে এই র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিন আল পারভেজ, ক্রীড়া সংস্থার সদস্য সচিব সাঈদ হাসান লোবান, সাবেক পৌর চেযারম্যান কাজিউল ইসলাম, সহ বিভিন্ন ক্রীড়া সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা র্যালীতে অংশ নেয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।