জামালপুর প্রতিনিধি: কোচিং বানিজ্য ও গাইডবই বিরোধী মানববন্ধন করেছে জামালপুর দুর্নীতি
প্রতিরোধ কমিটি (দুপ্রক)।
২৩ জানুয়ারী মঙ্গলবার সকালে জামালপুর উচ্চ বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধার বিকাশে সবচেয়ে বড় বাধা কোচিং বানিজ্য ও গাইড বই। অবিলম্বে কোচিং বানিজ্য ও গাইড বই বন্ধে সরকারি উদ্যোগের দাবি জানান বক্তারা।
মানববন্ধনে জেলা প্রশাসক আহম্মেদ কবীরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজাউল করিম হীরা এমপি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল সাবরিন, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, আতিকুর রহমান ছানা, দুণীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব জাহাঙ্গীর সেলিমসহ সুধীজনরা বক্তব্য রাখেন।