
সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের উদ্যোগে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে মানববন্ধন কর্মসূিচ ও স্মারক লিপি প্রদান করা হয়েছে।
চতুর্থ শ্রেণির কর্মচারীদের ন্যায় গ্রাম পুুলিশ সদস্যদের সম বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে মঙ্গলবার দুপুর ১ টা থেকে ২ টা পর্যন্ত উপজেলা চত্বরে ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। উক্ত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের বকশীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও সদর ইউনিয়ন গ্রাম পুলিশের দফাদার ছামিউল হক, সাধারণ সম্পাদক মেরুরচর ইউনিয়নের দফাদার আতাহার আলী, সাংগঠনিক সম্পাদক শ্রী মানিক প্রমুখ।
মানববন্ধনে উপজেলার ৬৭ জন গ্রাম পুলিশ সদস্য অংশ গ্রহণ করেন । মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন গ্রাম পুলিশ ইউনিয়নের নেতৃবৃন্দ।