সেবা ডেস্ক: বকশীগঞ্জ পৌর এলাকার নতুন বাস টারমিনাল হাফিজ উদ্দিন দারুস সুন্নাহ হাফিজিয়া মাদরাসার উন্নয়ন নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বিকালে মাদরাসায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ জনকল্যাণ সংগঠনের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন, বাংলাদেশ জনকল্যাণ সংগঠনের ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম রেজভী, সিনিয়র যুগ্ন মহাসচিব জাহিদুল ইসলাম প্রিন্স, আবদুল ওয়াহাব, প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. আশরাফ, ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের সদস্য সাইফুল ইসলাম, ইউপি সদস্য ফিরোজ মিয়া প্রমুখ। ছাড়াও মদারাসার সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় বাংলাদেশ জনকল্যাণ সংগঠনের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার ও জেলা পরিষদ সদস্য মাদরাসার উন্নয়নের আশ্বাস দেন ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।