
গোলাম মোস্তফা রাঙ্গা: ৯ জানুয়ারি মঙ্গলবার সকাল ১১টায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নাধীন মীরেরবাড়ী গ্রামে দুস্থদের মাঝে আনসার ও ভিডিপি’র উদ্দ্যেগে শীতবস্ত্র বিতরণ করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মোঃ মাহবুবুর রহমান (পিএএমএস), কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মোঃ এফতেখারুল ইসলাম, লালমনিরহাট সরকারী মজিদা খাতুন মহিলা কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের প্রভাষক সাহারিয়া সুলতানা, নাগেশ্বরীর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রতন কুমার রায় এবং কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি’র হিসাবরক্ষক গোলাম মোস্তফা রাঙ্গা আর্থিক সহযোগীতায় ১৭ জন দুস্থ ব্যক্তিকে সাড়ে চার হাজার টাকা মূল্যের শীতবস্ত্র বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন নাগেশ্বরীর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রতন কুমার রায়, কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি’র হিসাবরক্ষক গোলাম মোস্তফা রাঙ্গা, রাজারহাটের উপজেলা প্রশিক্ষক মোঃ জিয়াউর রহমান, চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার ডাক্তার এম এ মতিন, বিশিষ্ট সমাজসেবক মোঃ ইয়াকুব আলী খন্দকার, ধরলা সাহিত্য সংসদের সাবেক পরিচালক বিশিষ্ট শিল্পী মোস্তাফিজুর রহমান।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।