পা ক্রস করে বসা আরামদায়ক হলেও ক্ষতিটা বেশি

S M Ashraful Azom

Crossing legs is comfortable, but the loss is more
সেবা ডেস্ক:  পা ক্রস করে বসা যতই আরামদায়ক হোক না, এ আরামদায়ক ডেকে আনতে পারে নানাবিধ শারীরিক সমস্যা। বেশিক্ষন কোথাও পা ক্রস করে বসে থাকলে শরীরের রক্তচাপ বেড়ে যায়। তবে এ ক্ষেত্রে উচ্চ রক্তচাপ হবার সম্ভাবনা হৃদরোগে আক্রান্ত রোগীদের আরও বেশি হয়। পা ক্রস করে বসে থাকলে স্নায়ুর প্যারালাইসিস বা নার্ভ পলসি হতে পারে।
এভাবে বসে থাকাতে অনেক সময় শিরায় চাপ পড়ে ভেরিকোস ভেইন বা স্পাইডার  ভেইনের সমস্যা হতে পারে। পা বেশিক্ষণ ক্রস থাকলে উরুর ভিতরের দিকের পেশি ছোট হতে থাকে এবং বাইরের দিকে পেশি টানটান হয়। ফলে উরুর মাংসে স্পাসম হওয়ার সম্ভাবনা বেশি থাকে। প্রতি দিন ৩ ঘণ্টার বেশি সময় পা ক্রস করে বসলে কোমর, ঘাড়, নিতম্বের হাড়ে ব্যথা হতে পারে- যা থেকে ধীরে ধীরে কুঁজো হয়ে যাওয়ার সমস্যার সৃষ্টি করে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top