কুড়িগ্রাম প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানরে স্বপ্নের কমিউনিটি ক্লিনিকে কর্মরত কুড়িগ্রামে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের চাকুরী জাতীয়করনের দাবীতে অবস্থান কর্মসুচী পালিত হয়েছে।
মঙ্গলবার ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কুড়িগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের সামনে জেলার ২৬৬টি কমিউনিটি ক্লিনিক বন্ধ রেখে চতুর্থ দিনের মতো একর্মসূচী পালন করছে কমিউনিটি ক্লিনিকের হেলথ প্রেভাইডারগণ।
এসময় বক্তব্য রাখেন হেলথ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশনের জেলা শাখার সভাপতি আলমগীর কবির, সাধারণ সম্পাদক ফখরুল হক খন্দকার, সংগঠনের লিমন, রাজ্জাক, শাকিল, মতি, রাশেদা, লাইজু ও সুমনা।
বক্তারা বলেন, অনেক কর্মীর চাকুরীর বয়স শেষ হওয়ায় আমরা চাকুরীর নিশ্চয়তা নিয়ে হতাশায় দিন কাটাচ্ছি। এ অবস্থায় অনতিবিলম্বে কমিউনিটি ক্লিনিকের ১৪ হাজার হেলথ কেয়ার প্রোভাইডারদের চাকুরী জাতীয়করনের দাবী জানান বক্তারা।