কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ মো: হারুন-অর-রশীদ
জানুয়ারী ২৫, ২০১৮
0
ডা: জিএম ক্যাপটেন, কুড়িগ্রাম প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ এ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (অধ্যক্ষ) ক্যাটাগরিতে কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব মো: হারুন-অর-রশীদ (মিলন) কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত হওয়ার পরে তিনি আল্লাহতায়ালার নিকট শুকরিয়া আদায় করেন। তিনি বলেন, এই শ্রেষ্ঠত্বের দাবিদার প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা এবং গভর্নিংবডির সভাপতি সহ সদস্যবৃন্দ। তাদের সহযোগিতায় আমার এ পর্যন্ত আসা। উল্লেখ্য যে, বিগত তিন বছর থেকে ডিজিটাল উদ্ভাবনী মেলায় জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এন্ড কলেজ স্বীকৃতি লাভ করে আসছে। ২০১৭ সালে প্রতিষ্ঠানের শিক্ষার্থী রচনা লিখে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরুষ্কার গ্রহণ করেন। এছাড়া প্রতিষ্ঠানটি বিভিন্ন সহ:শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে জেলার মধ্যে একটি উদীয়মান শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে রূপান্তর হতে যাচ্ছে।
ট্যাগস
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।