সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার নির্বাচনে একটি কেন্দ্র স্থগিত হওয়া নিয়ে তদন্ত শুরু হয়েছে।
গতকাল মঙ্গলবার দুই দিন ব্যাপি তদন্তের জন্য জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রথম দিনের শুনানী শুরু হয়।
বকশীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে , নির্বাচন কমিশনের উপ-সচিব (আইন) মো. মতিয়ার রহমান ও নেত্রকোনা জেলা নির্বাচন কর্মকর্তা শুক্কুর মাহবুব আলীকে দুুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির দায়িত্ব দেয়া হয়েছে।
তদন্তের শুনানীর প্রথম দিনে ওই নির্বাচনে হাজী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তা , সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং অফিসার অংশ নেবেন।
উল্লেখ্য গত ২৮ ডিসেম্বর বকশীগঞ্জ পৌরসভার নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ১২ টি কেন্দ্রের মধ্যে হাজী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জোরপূর্বক ব্যালট পেপারে সিল মারা নিয়ে ভোট গ্রহণ স্থগিত হয়।
বাকি ১১ টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। এতে আট হাজার ৫৯৯ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম সওদাগর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির ফকরুজ্জামান মতিন সাত হাজার ৫০৫ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন।