সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প (দ্বিতীয় পর্যায়) মাঠ পর্যায়ে বাস্তবায়নের লক্ষ্যে গ্রাম পুলিশের ভূমিকা ও কর্তব্য নিয়ে তিন দিন ব্যাপি গ্রাম আদালত বিষয়ক ওরিয়েন্টশন গতকাল সোমবার সকালে শুরু হয়েছে।
মাদারীপুর লিগ্যাল এইড অ্যাসোসিয়েশনের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে প্রথম দিনের সেশনে অংশ নেন বকশীগঞ্জ থানার ওসি মো. আসলাম হোসেন , গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মালিক শামীম আখতার, মাদারীপুর লিগ্যাল এইড অ্যাসোসিয়েশনের বকশীগঞ্জ সমন্বয়কারী মোকিম উদ্দিন।
প্রথম দিনের ওরিয়েন্টেশনে বগারচর , ধানুয়া কামালপুর ও বাট্টাজোড় ইউনিয়নের গ্রাম পুলিশ গণ অংশ গ্রহণ করেন।
পর্যায়ক্রমে উপজেলার সাত টি ইউনিয়নের গ্রাম পুলিশ এই ওরিয়েন্টেশনে অংশ গ্রহণ করবেন।