বকশীগঞ্জে অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে ব্যারিস্টার সামীর সাত্তারের শীতবস্ত্র বিতরণ
জানুয়ারী ২৬, ২০১৮
সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার নিলক্ষিয়া ইউনিয়ন , মেরুরচর ও সাধুরপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সামীর সাত্তার ।
ঢাকা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সৌজন্যে এসব শীতবস্ত্র বিতরণকালে বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, সাবেক পিপি অ্যাডভোকেট মাহফুজুর রহমান মন্টু, বকশীগঞ্জ বিআরডিবির চেয়ারম্যান সাইদুজ্জামান ফুলু , সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হবি, ব্যবসায়ী খোকন আকন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিশ্ব ব্যাংকের বাংলাদেশের প্যানেল ল’ইয়ার ও আওয়ামী সমর্থক এই তরুন আইনজীবী এর আগেও গারো বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করেছেন।