বাঁশখালীতে গণতন্ত্র রক্ষাদিবস উপলক্ষে বিশাল সমাবেশ অনুষ্ঠিত

S M Ashraful Azom
0
Banshkhali held a huge rally on the occasion of the preservation of democracy
শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী সরকারের গণতন্ত্র রক্ষার ৪ বছর পূর্তি ও গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে বাঁশখালী উপজেলা আওয়ামীলীগ কতৃক সমাবেশ ও আনন্দ মিছিলের আয়োজন করা হয়। শুক্রবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি পুলিন বিহারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অর্থ ও পানি সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, আজ গণতন্ত্র রক্ষার ঐতিহাসিক একটি দিন।বাংলাদেশ এগিয়ে যাচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে। এ অগ্রযাত্রা কেউ আটকাতে পারবেনা। ত্রিশ লক্ষ শহীদ ও দুই লক্ষ মা বোনের ইজ্জ্বতের বিনিময়ে মুক্তিযোদ্ধারা এই দেশের স্বাধীনতা লাভ করেছে। ৭৫'এর ১৫ আগষ্ট বঙ্গবন্ধুর স্বপরিবারে হত্যা করেছেন স্বাধীনতার শত্রুরা । যুদ্ধাপরাধীর বিচার কার্যক্রম চলমান প্রক্রিয়া। স্বাধীনতার শক্র রাজাকারদের বিচার কার্যক্রম শুরু করে জাতিকে কলঙ্ক মুক্ত করতে যাচ্ছে এই সরকার। স্বাধীনতার বিরোধীরা দীর্ঘ ২১ বছর পর দেশ পরিচালনা করে ব্যর্থ রাষ্ট্রে পরিনত করেছে । গরীব মেহনতি মানুষের পরিবর্তে তাদের নিজের ভাগ্য পরিবর্তন করেছেন । তিনি আরো বলেন, বাঁশখালীতে রাজনৈতিক ইতিহাসে আমি একটি কলেজ ও একটি মাধ্যমিক স্কুলকে সরকারীকরণ করেছি। বাঁশখালীর মানুষের ভাগ্য পরিবর্তনে আমি আমার কার্যক্রম অব্যাহত রেখেছি। Banshkhali occasion of the preservation of democracy
বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান মহিউদ্দীন চৌধুরী খোকার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্হিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের শ্রম-বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, কেন্দ্রীয় যুবলীগের সদস্য সাইফুদ্দীন রবি, বাঁশখালী থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর, জেলা পরিষদ সদস্য শাহিদা আক্তার, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রাজ্জাক, চেয়ারম্যান ও প্রয়াত নেতা সোলতানুল কবির চৌধুরী ছোট ভাই সোলতানুল গনি চৌধুরী লেদু মিয়া, বাঁশখালী থানা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বাবু শ্যামল কান্তি দাশ, সরল ইউপির চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, বাঁশখালী থানা যুবলীগের সভাপতি ও বাহারছড়া ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, কালীপুর ইউপি চেয়ারম্যান এড.আ.ন.ম শাহাদত আলম, শীলকূপ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন, বৈলছড়ি ইউপি চেয়ারম্যান কফিল উদ্দীন, খানখানাবাদ ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দীন চৌধুরী, চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী, খানখানাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান মাহফুজুর রহমান, শীলকূপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক সিকদার, বাঁশখালী উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রেহেনা আক্তার কাজেমী, বৈলছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাবু টুটুন চক্রবর্তী, বাহারছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তাক আলী চৌধুরী টিপু, পুইছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুজিবুর রহমান চৌধুরী, পৌরসভা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক নীল কন্ঠ দাশ, থানা যুবলীগের সাধারন সম্পাদক মোহাম্মাদ মকসুদ(মাসুদ), বাঁশখালী পৌরসভা যুবলীগের আহবায়ক হামিদসহ আরো অনেকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top