
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে নানা আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষে কুড়িগ্রামে জেলা ছাত্রলীগ দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আনুষ্ঠানিক ভাবে পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে দিবসের সুচনা করে। পরে পতাকা উত্তোলন , কেক কাটা, বর্ণাঢ্যর্যালী ও সমাবেশের আয়োজন করে।
র্যালীটি শহর প্রদক্ষিণ শেষে কলেজ মোড় এলাকায় সমাবেশ করে। এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাফর আলী, জেলা ছাত্রলীগের সভাপতি ওয়াহেদুন্নবী সাগর, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাকিব সহ আওয়ামীলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
বক্তারা সকলছাত্রলীগ কর্মীদেরকে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।