জামালপুরের বকশীগঞ্জের সারমারা নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ২০১৮ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান রোববার অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত ওই বিদায় অনুষ্ঠানের আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম ওমর আল ফারুকের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি ও বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক আবুল কালাম আজাদ (ফড়িং) ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু।
ওই বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক আকরাম হোসেন সেলিমের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক আক্তারুজ্জামান, সমাজ সেবক আব্দুল্লাহ আল হেলাল প্রমুখ।
পরে এসএসসির বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এবছর সারমারা নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ১২৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেবে।