
সেবা ডেস্ক: বকশীগঞ্জ(জামালপুর)সংবাদদাতা: ফারমার্স ব্যাংকের সাবেক অডিট চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল হক বাবুল চিশতির গ্রামের বাড়িতে পেট্রল বোমা হামলা করেছে দুর্বৃত্তরা।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোর ইউনিয়নের উঠানোর পাড়া গ্রামে অবস্থিত তার বাসভবনে সোমবার রাত আড়াই টার দিকে পেট্রল বোমা হামলা করা হয়। এসময় দুর্বৃত্তরা দুই রাউন্ড
ফাঁকা গুলি বর্ষন করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে উঠানোর পাড়া গ্রামের বাবুল চিশতির বাড়ির সীমানা প্রাচীরের উপর দিয়ে তিন টি প্রেট্রল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা । পেট্রল বোমা বিষ্ফোরণের পর তার বাস ভবনের বারাদ্দায় রাখা কিছু কাগজপত্রে আগুন ধরে যায়। এসময় বাবুল চিশতি ওই বাস ভবনে ঘুমিয়ে ছিলেন। বাসভবনের নিরাপত্তা কর্মীদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরে বালু ছিটিয়ে ও পানি দিয়ে আগুন নেভানো হয়। এঘটনায় বকশীগঞ্জে সর্বত্রই তোলপাড় শুরু হয়েছে। সকালে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার রওনক জাহান, বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু হাসান সিদ্দিক , দেওয়ানগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু সুফিয়ান , বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক মশিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তবে মাহবুবুল হক বাবুল চিশতি অভিযোগ বলেছেন, ময়মনসিংহ মহানগর যুবলীগের আহবায়ক শাহীনুর ইসলাম পরিকল্পিত ভাবে তার লোকজন দিয়ে এ ঘটনা ঘটাতে পারে। এদিকে বাবুল চিশতির বাসভবনে পেট্রল বোমা হামলার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বকশীগঞ্জের মুক্তিযোদ্ধা, পেশাজীবী , জনপ্রতিনিধি ও শিক্ষকরা বিক্ষোভ মিছিল করেছেন। বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।
বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক (দ্বিতীয় কর্মকর্তা) মো. মশিউর রহমান জানান, পেট্রল বোমা হামলার ঘটনার আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে যেই জড়িত থাকুক তাকে আইনের আওতায় আনা হবে বলে জানা এই কর্মকর্তা ।