বাঁশখালীতে শতভাগ পাশের রেকর্ড করলো বায়তুল ইরফান আদর্শ মাদরাসা

S M Ashraful Azom
0
Bashkhali Mardrasha

শিব্বির আহমদ রানা, বাঁশখালী, চট্টগ্রাম: এবারের ২০১৭ সালের ইবতোয়ি সমাপনী ও দাখিল জেডিসি'র পাবলিক পরিক্ষায় শতভাগ পাশের রেকর্ড করলো বাঁশখালী পৌরসদরস্ত উত্তর জলদী ভাদালিয়া হারুন বাজার সংলগ্ন 'বাইতুল ইরফান আদর্শ মাদরাসা'। চলমান শিক্ষাবর্ষ'১৭ এর ইবতেদায়ি শিক্ষা সমাপনি পরিক্ষায় বরাবরের মতো এবারও শতভাগ পাশের সাফল্যে ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি। 
Mardrasha Bashkhali Students

এবারের সমাপনী পরিক্ষায় মাদরাসাটির ৫৬ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রণ করেন। এতে ৭জনের এ প্লাস অর্জনের মধ্য দিয়ে বাঁশখালীতে মাদরাসা পর্যায়ে সর্বোচ্চ এ প্লাস প্রাপ্ত প্রতিষ্ঠানের স্বাক্ষর রাখেন। ৪৫ জনের এ গ্রেড এবং ৪ জন এ মাইনাস সহ শতভাগ পাশের রেকর্ড করেন মাদরাসাটি। 

অন্যদিকে জেডিসি পরিক্ষায় ২৪ জন পরিক্ষার্থীর মধ্যে ১৮জন এ গ্রেড, ৫জন এ মাইনাস এবং ১জনের বি গ্রেড সহ ২৪ জনই পাশ করেন। প্রতিষ্টান পরিচালক ও স্থানীয় অভিবাবক সহ সকলেই এই কৃতিত্বের জন্য শিক্ষকদের অান্তরিক প্রচেষ্টার কথা জানিয়েছেন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top