বকশীগঞ্জে জেএসসি ও প্রাথমিক সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১৯৫ জন

G M Fatiul Hafiz Babu
সেবা ডেস্ক:

জামালপুরের বকশীগঞ্জে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি ) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল শনিবার প্রকাশিত হয়েছে।

 এবারের পরীক্ষার ফলাফলে জেএসসিতে দুই হাজার ৬৪৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে দুই হাজার ৭৮ জন। জেএসসিতে পাসের হার ৭৮ দশমিক ৫৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৭৬ জন।

এছাড়া জেডিসি পরীক্ষায় ৭৩৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৬৩৯ জন। পাসের হার ৮৭ দশমিক ১৫ শতাংশ। জেডিসিতে কোন পরীক্ষার্থী জিপিএ-৫ পায়নি।

অপরদিকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় চার হাজার ৩১২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে তিন হাজার ৯৮৭ জন । প্রাথমিকে পাসের হার ৯৩ দশমিক ২৯ শতাংশ। জিপিএ- ৫ পেয়েছে ১৯৩ জন।

এছাড়াও এবতেদায়ী পরীক্ষায় ৩৬৭ জনের মধ্যে পাস করেছে ২৭৬ জন । জিপিএ-৫ পেয়েছে ২ জন। পাসের হার ৮৮ দশমিক ৫৫ শতাংশ।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top