
কুড়িগ্রাম প্রতিনিধি: শনিবার দুপুরে কুড়িগ্রামের টাউন হলে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদ, কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে কুড়িগ্রামে অনুমোদন বিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিও ভুক্ত করণ এবং অনুদানভুক্ত শিক্ষকদেরকে জাতীয় স্কেল প্রদানের দাবীতে শনিবার দুপুরে কুড়িগ্রামের টাউন হলে শিক্ষক সম্মেলন-২০১৭ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত শিক্ষক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সদস্য ও শিক্ষক নেতা মোঃ নুরুজ্জামান, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদের মহা সচিব মোঃ শামছুল আলম। উক্ত শিক্ষক সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদ, কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মাওলানা মোঃ ফখরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা সরকারী প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি শ্রী নারায়ণ চন্দ্র সরকার, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ, কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ মোশারফ হোসেন, শিক্ষক সম্মেলন কমিটির আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান প্রমূখ।
শিক্ষক সম্মেলনে বক্তরা অনুমোদন বিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিও ভুক্ত করণ এবং অনুদানভুক্ত শিক্ষকদেরকে জাতীয় স্কেল প্রদানের নায্য দাবী মেনে নেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলের প্রতি জোরালো দাবী জানান।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।