সেবা ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচে টি-টোয়েন্টি দলে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজ থেকে পাঁচটি পরিবর্তন আনা হয়েছে। ওয়ানডে সিরিজের দলটাকেই মূলত প্রাধান্য দেয়া হয়েছে। বাংলাদেশ সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
ওয়ানডে সিরিজের শেষ ম্যাচের পর ১৪ জনের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই স্কোয়াডে গত সিরিজের পাঁচজন নেই। তারা হলেন সাকিব আল হাসান, সৌম্য সরকার, রুবেল হোসেন, রনি তালুকদার ও সোহাগ গাজী।
এদের মধ্যে সাকিব থাকতে পারছেন না পিতৃত্বকালীন ছুটির জন্য। ইনজুরিতে আছেন সৌম্য ও রুবেল। আর বাকি দুজন সুযোগ পাননি অন্যদের ভালো খেলার কারণে।
এদের পরিবর্তে ঢুকেছেন এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ রিয়াদ, আল আমিন এবং প্রথমবার ডাক পেয়েছেন কামরুল ইসলাম রাব্বি। ডানহাতি পেসার রাব্বি ওয়ানডে দলেও ছিলেন। তবে কোনো ম্যাচে খেলা হয়নি তার।
রিয়াদ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছিলেন না ইনজুরির কারণে। আল আমিন ছিলেন ‘অঘোষিত’ নিষেধাজ্ঞায়। বাকি তিনজন এই স্কোয়াডে জায়গা করে নিয়েছেন নিজের পারফর্ম দিয়েই। বিশেষ করে ইমরুলের কথা বলতেই হয়। সৌম্যর ইনজুরিতে ওয়ানডেতে ডাক পান তিনি। পরে সাকিব ছুটিতে যাবার পর খেলা দুই ওয়ানডেতেই করেন হাফ সেঞ্চুরি। ফলে টি-টোয়েন্টিতে তার জায়গা পাওয়া ছিলো প্রায় নিশ্চিত। ইমরুল সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০১১ সালে।
বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড
মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, জুবায়ের হোসেন লিখন, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, এনামুল হক বিজয় এবং কামরুল ইসলাম রাব্বি।