সিঙ্গাপুর, ১০ নভেম্বর- এ বছর বিশ্বের সেরা দালানকোঠা নির্বাচিত হলো সিঙ্গাপুরের দ্য ইন্টারলেস। স্থাপত্য প্রতিষ্ঠান অফিস অফ মেট্রোপলিটন আর্কিটেকচার (Office of Metropolitan Architecture-OMA) এই দালানটি নির্মাণ করে। সোমবার বিশ্বস্থাপত্য উৎসব (World Architecture Festival-WAF) এ ঘোষণা দেওয়া হয়। আর্চিগ্রামের প্রতিষ্ঠাতা অধ্যাপক স্যার পিটার কুকদের মতো ব্যক্তিত্বদের নিয়ে গড়া একটি বিশেষজ্ঞ প্যানেল এই ঘোষণা দেন। পিটার বলেন, ‘দ্য ইন্টারলেস দালানটি আপনার সামনে নগরের প্রকৃত চিত্র তুলে ধরবে।’ ১ লাখ ৭০ হাজার বর্গমিটার এই ভবনে ১৪০০ ইউনিট রয়েছে। ২০১৩ সালে নির্মিত এই ভবনটি সিঙ্গাপুরের দক্ষিণাঞ্চলে অবস্থিত। ভবনের বু্যরো অলে স্ক্রিনের এরিক চ্যাং বলেন, ‘আমরা আসলে কোনো ভবন নয় একটি গ্রামের মতো কিছু তৈরি করতে চেয়েছিলাম।’ এর আগেও, বিশ্বের সেরা ভবন নির্বাচিত হয়েছিল সিঙ্গাপুর থেকে। কুলড কনজারভেটরি নামে একটি ভবন পুরস্কার পায় ২০১২ সালে। - See more at: http://www.deshebideshe.com/news/details/59656#sthash.1sj6iAq0.dpuf