ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পাসের হার ৯ দশমিক ৯৪ শতাংশ (সম্মিলিত)। সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
প্রকাশিত এ ফলে দেখা যায়, মোট আবেদনকারীর সংখ্যা ছিলো ৯০ হাজার ১৩১ জন। পরীক্ষায় অংশ নেন ৬২ হাজার ৭৮ জন। সম্মিলিতভাবে পাস করেছেন ছয় হাজার ১৭১ জন।
কেন্দ্রীয় ভর্তি অফিস সূত্রে জানা গেছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সাল ও মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে (admission.eis.du.ac.bd ) ভর্তিচ্ছুরা তাদের ফল জানতে পারবেন।
এছাড়া মোবাইল ফোনে এসএমএস’র মাধ্যমে ফলাফল দেখা যাবে। এজন্য যেকোনো মোবাইল অপারেটর থেকে DU স্পেস দিয়ে GHA স্পেস দিয়ে রোল নম্বর টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠালে করলে ফিরতি এসএমএস-এ ফলাফল জানতে পারবেন।