শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শনিবার

S M Ashraful Azom
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শনিবার অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৯ টায় ‘এ’ ইউনিট ও দুপুর আড়াইটায় ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, চিপ সম্মিলিত ডিবাইস, এটিএমকার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ভারী কলম, বোতামসহ নিয়ম বহির্ভূত কোনো ডিভাইস প্রবেশ ও ব্যবহার নিষেধ করা হয়েছে। 
 
ভর্তি কমিটি জানায়, পরীক্ষার্থীদের কেন্দ্রে আসার সময় দুই কপি রঙিন ছবি (সত্যায়িত ছাড়া চলবে) ও দুই কপি প্রবেশপত্র আনতে হবে। পরীক্ষায় সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, তবে অতিরিক্ত মেমোরিসমৃদ্ধ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। যদি কেউ কোনো কারণবশত প্রবেশপত্র নিয়ে আসতে না পারে, তবে ব্যবস্থা করা হবে।
 
ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মুশতাক আহমেদ জানান, প্রশ্নপত্রের ব্যপারে সর্বাধিক সতর্কতা অবলম্বন করা হচ্ছে। তাই আধুনিক সামজিক মিডিয়া কিংবা স্বার্থন্বেষী মহলের দ্বারা প্ররোচিত না হওয়ার জন্য সবাইকে আহ্বান করেন।
 
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী জানান, বিশৃঙ্খলা রোধে পরীক্ষার দিন ক্যাম্পাসে সব ধরনের মিছিল, সভা-সমাবেশ নিষিদ্ধের পাশাপাশি ক্যাম্পাসে ব্যানার, পোস্টার, কোনো সংগঠনের টেন্ট প্রদান সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top