মাদারীপুর ও মুন্সীগঞ্জের পদ্মার দুই পাড়ে বাঁশের বেড়া দিয়ে তৈরি অবৈধ মাছের ঘের ও অবৈধ স্থাপনা ৩০ দিনের মধ্যে উচ্ছেদের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মোহম্মদ সাইফুর রহমানের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন।
একই সঙ্গে অবৈধ মাছের ঘের তৈরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত।
একটি জাতীয় দৈনিকে ‘পদ্মাপাড়ের অবৈধ স্থাপনা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পরিপ্রেক্ষিতে রিট আবেদন করেন অ্যাডভোকেট কামরুজ্জামান কচি। আজ রিট আবেদনের শুনানি শেষে এই আদেশ দেয়া হয়।
রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন।