শিশুকে প্রথম স্কুলে ভর্তি করানোর সময় এগিয়ে আসতে শুরু করলে সব বাবা-মায়েরই দুশ্চিন্তা ও ভয় বাড়তে থাকে। শিশুকে প্রথমবার স্কুলে পাঠানোর আগে দরকার কিছু পূর্ব প্রস্তুতির। তাই আসুন, জেনে রাখা যাক, শিশুকে প্রথম স্কুলে দেওয়ার আগে কী কী প্রস্তুতি নেওয়া উচিত।
আগে থেকে কিছু পড়া শিখিয়ে নিন
শিশুকে প্রথম স্কুলে দেওয়ার আগে থেকেই কিছু বর্ণমালা ও সংখ্যা শিখিয়ে রাখুন। আগে থেকে কিছু ধারণা থাকলে প্রথম প্রথম স্কুলে গিয়ে বুঝতে সমস্যা হবে না। তখন শিশু আগ্রহ নিয়ে স্কুলে যাবে।
সুন্দর জিনিসপত্র কিনে দিন
প্রথম দিন স্কুলে যাওয়ার আগে শিশুকে নিয়ে মার্কেটে যান। তার পছন্দ অনুযায়ী স্কুলের ব্যাগ, টিফিন বক্স, পানির বোতল, পেন্সিল, রাবার, পেন্সিল বক্স ইত্যাদি কিনে দিন। তাহলে শিশু প্রথম স্কুলে যাওয়ার দিন এগুলো নিয়ে যাওয়ার জন্য আগ্রহী হবে এবং স্কুলে যাওয়ার ভয় তার কিছুটা কমে যাবে।
আগে থেকেই অভ্যাস করুন
শিশুর প্রথম স্কুল শুরু হওয়ার অন্তত এক সপ্তাহ আগে থেকেই কিছু অভ্যাস তৈরি করুন। শিশুকে ভোরে ওঠার অভ্যাস করিয়ে নিন। আগে থেকেই ব্যাগ গোছানো, বন্ধু বানানো, শিক্ষকের সাথে কথা বলার আদব-কায়দাগুলো শিখিয়ে নিন।
শিশুর সাথে কথা বলুন
আপনি শিশুকে আগে থেকেই বুঝিয়ে দিন যে, স্কুলে যেতে ভয় পাওয়ার কিছু নেই বরং এটা একটা আনন্দের কাজ। স্কুলে যেতে শিশু ভয় পাচ্ছে কি না সেটাও আগে জেনে নিন। ভয় পেলে ভয়ের পেছনের কারণগুলো জিজ্ঞেস করুন তাকে এবং সমাধান দিন। তাহলে শিশুর মনের ভয় অনেকটাই কেটে যাবে।
পুরস্কারের কথা বলুন
শিশুকে ভালো কাজের জন্য পুরস্কার দিন। পুরস্কার লাভের আশায় শিশুরা কাজে কর্মে উত্সাহী হয়ে ওঠে। আপনার শিশুকে বুঝিয়ে বলুন যে, সে প্রথম সপ্তাহে কান্নাকাটি না করে মন দিয়ে স্কুল করলে তাকে তার পছন্দের কিছু উপহার দেবেন। তাহলে আপনার শিশু আগ্রহ নিয়ে স্কুলে যাবে এবং এভাবে এক সপ্তাহ পরে এমনিতেই তার স্কুল ভীতি কেটে যাবে।
শিক্ষকের সাথে পরিচিত হোন
সম্ভব হলে স্কুলে ভর্তি হওয়ার পরে ক্লাস টিচারের সাথে আগেই পরিচিত হয়ে নিন। আপনার শিশু কেমন বা কীভাবে তাকে কথা শোনানো যায় সেটা শিক্ষককে বলুন। যদি সম্ভব হয় তাহলে শিশুকেও শিক্ষকের সাথে পরিচয় করিয়ে দিন। তাহলে শিশু প্রথম দিন স্কুলে যেতে ভয় পাবে না।
স্কুলে নেওয়ার পালা
সব প্রস্তুতি নেওয়া শেষ। এবার স্কুলে নেওয়ার পালা। শিশুর ব্যাগ গুছিয়ে দিন। টিফিন বক্সে তার প্রিয় কোনো খাবার ভরে দিন। এবার তাকে সুন্দর করে স্কুলের নতুন পোশাক পরিয়ে একটি ছবি তুলে ফেলুন। স্কুল পর্যন্ত এগিয়ে দিয়ে কপালে একটা চুমু দিয়ে ক্লাসে পাঠিয়ে দিন। তাকে অভয় দিন এবং জানিয়ে দিন যে, আপনি স্কুলেই আছেন পুরো সময়টা।
প্রথম দিন স্কুলে যাওয়ার সময় অনেক শিশুই ভয়ে কান্নাকাটি করে। তাই আগে থেকেই বুঝিয়ে শুনিয়ে ব্যবস্থা নিলে এ ধরনের সমস্যা এড়ানো যায়। তাই শিশুকে স্কুলে দেওয়ার আগে থেকেই এই বিষয়ে প্রস্তুতি নেওয়া জরুরি।