ধানের ভালো ফলন হওয়ায় বিদেশ থেকে চাল আমদানিতে শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমানে চাল আমদানিতে ১০ শতাংশ শুল্ক রয়েছে।
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম জানিয়েছেন, বর্ধিত শুল্কহার দুই-এক দিনের মধ্যে ঘোষণা করা হবে।
তিনি জানান, বৃহস্পতিবার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে শুল্ক বাড়ানোর এই সিদ্ধান্ত নেয়া হয়।
শুল্ক বাড়ানোর প্রস্তাব আগেই এসেছিল জানিয়ে তিনি বলেন, এই শুল্ক আরোপে বিলম্বের কারণে বাজারে ভারতীয় চাল চলে এসেছে, যেটার বিরূপ প্রভাব পড়েছে।
দেশে সার ও বীজের কোনো ‘সঙ্কেট নেই’ বলেও দাবি করেছেন মন্ত্রী।