জানেন কি পান খেলে কামোদ্দীপনা বাড়ে? জানা না থাকলেও কিন্তু অজান্তেই আমরা এর ব্যবহার দেখে এসেছি।
-
কী রকম? আগে বাড়ির বউরা রাতের খাবার খাওয়ার পরে স্বামীকে পান সাজিয়ে দিতেন। এভাবেই কী নিজেদের যৌন জীবনকে সুস্থ রাখতেন তখনকার দিনের মানুষ?
সে যাইহোক, এখন চিকিৎসা বিজ্ঞান কিন্তু বলছে— কামোদ্দীপনা বাড়াতে ভূমিকা রাখে পান।
চিকিৎসা বিজ্ঞান পানে কামোদ্দীপক উপাদান খুঁজে পেলেও পান কিন্তু খাওয়া হয় মূলত মুখের সুগন্ধ বাড়ানোর উদ্দেশ্যে। তবে পান চিবানো মানুষের স্বাস্থ্যের জন্যও উপকারী। সবুজ এই পাতায় রয়েছে স্বাস্থ্যের জন্য উপকারী নানান ঔষধি গুণাগুণ।
চলুন ঝটপট জেনে নেওয়া যাক পানের পাঁচটি উপকারিতা—
# পান চিবানোর মাধ্যমে হজমজনিত সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। কেননা এটি মুখের লালা ঝড়ানো বাড়ায়, যা মুখে থাকা খাবার সহজে ভাঙতে এবং তা হজমে সহায়তা করে।
# পানে রয়েছে কামোদ্দীপক উপাদান। তাই পান চিবিয়েই আরও আনন্দময় করে তুলতে পারেন আপনার যৌন জীবন।
# পানের নির্যাস ব্লাড সুগার নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখে। তাই ব্লাড সুগাই নিয়ন্ত্রণে রাখতে চাইলে খেতে পারেন পান।
# একটু মধুর সঙ্গে পানের নির্যাস মিশিয়ে খেলে কাঁশিজনিত সমস্যায় উপকার মিলবে।
# পানের রস ক্ষত সারাতেও কাজ করে। তাই ছোটখাট কাটাছেঁড়ায় লাগাতে পারেন পানের নির্যাস।