অপহরণ-হত্যার দায়ে ২ জনের কারাদণ্ড

S M Ashraful Azom
গোপালগঞ্জে আট বছরের শিশু হত্যার দায়ে মেহেদী হাসান ও সাদ্দাম বিশ্বাসকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক আব্দুর রহমান সরদার এ রায় ঘোষণা করেন।
 
আসামিপক্ষের আইনজীবী ফরিদ হোসেন জানান, ২০১২ সালে ঘটনার সময় আসামি মেহেদী হাসান ও মোহাম্মদ সাদ্দাম হোসেনের বয়স ছিল যথাক্রমে ১৬ ও ১৫। এখন তাদের দুজনেরই বয়স ১৮ বা তার বেশি। এ কারণে দুজনকে বিচারক কারাগারে পাঠাতে বলেছেন।
 
রায়ের পর্বেক্ষণে বলা হয়, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ ধারায় এ ধরনের অভিযোগের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড অথবা কমপক্ষে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড। কিন্তু এ আসামিরা যেহেতু অপরাধের সময় কিশোর বয়সী ছিল, সে কারণে ‘জুভেনাইল’ এটি মামলা হিসেবে বিচার করা হয়েছে। ‘নাবালক’ হিসেবে বিচারের মুখোমুখি হলেও তাদের অপরাধ ‘ছোট করে দেখা বা অনুকম্পার’ সুযোগ নেই বলেও রায়ের পর্যবেক্ষণে উল্লেখ করা হয়। 
 
২০১২ সালের ৫ জুলাই শবেবরাতের সন্ধ্যায় কাশিয়ানির বরাত্তর গ্রামে নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে অপহৃত হয় ইতালিপ্রবাসী রেজাউল ইসলামের ছেলে মাহফুজ। পরদিন মাহফুজের পরিবারকে ফোন করে ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। ওইদিনই মাহফুজের মা স্বপ্না বেগম একটি মামলা করেন। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top