কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) শেয়ার বিক্রি সংক্রান্ত মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) গোয়েন্দারা ৪ ঘণ্টা জেরা করেছেন বলিউড অভিনেতা শাহরুখ খানকে।
২০০৯ সালে কেকেআর-এর শেয়ার বিক্রির সময় শাহরুখের বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগ উঠে। কর্তৃপক্ষের অভিযোগ, মৌরিতাসের এক কোম্পানির কাছে শেয়ার বিক্রি করার সময় কম মূল্য দেখিয়েছেন শাহরুখ।
এই অভিযোগের ভিত্তিতে ইডি'র তলব পান বলিউড বাদশাহ। বুধবার দক্ষিণ মুম্বাইয়ে ইডির প্রধান দপ্তরে হাজির হন তিনি। সেখানে টানা ৪ ঘণ্টা প্রশ্নবাণের মুখোমুখি হন শাহরুখ। ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে জানানো হয়েছে, ইডির প্রশ্ন ছিল মূলত কেকেআর-এর শেয়ার কেনা-বেচা নিয়েই। কীভাবে এত কম দামে কেকেআর-এর শেয়ার বিক্রি করা হল, শাহরুখকে এই প্রশ্নই করেছেন ইডি কর্মকর্তারা।
শাহরুখ খান জবাবে জানান, প্রথমে ২০০৯ সালের আইপিএল এবং কেকেআর থেকে কোনও রকম মুনাফার কথা তিনি ভাবেননি। কোন রকম আইনভঙ্গ করার কথা অস্বীকার করেন শাহরুখ।