ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
আজ হলোখানা ইউনিয়নের সুভারকুটি গ্রামের ক্লিনিক পাড়া মাঠে ৮টি পাড়ার কৃষাণি দলের আয়জনে ও কেয়ার বাংলাদেশ পাথওয়েজ প্রকল্পের সহযোগীতায় এক মাঠ দিবস পালন করা হয়। মাঠ দিবসে সাবেক এমপি ও ইউনিয়নের চেয়ারম্যান মোঃ উমর ফারুক উপসি'ত ছিলেন ও ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ গোলজার হোসেন উপসি'ত ছিলেন এবং কেয়ার পাথওয়েজ প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার নুরে আলম সিদ্দিকি লায়েন, মোঃ জহিরুল ইসলাম টেকনিক্যাল ম্যানেজার, প্রজেক্ট অফিসার আরজু মান আরা ও জোসনারা বেগম, সাংবাদিক ডাঃ জি এম ক্যাপ্টেন, সাংবাদকি জি এম রাশেদুল ইসলাম সহ এলাকার গণ্য মান্য ব্যাক্তি।
৩টি পাড়ায় জলবায়ু সহনশীল বন্যা সহিষ্ণু ধান বিনা-১১, বিনা-৭ ও লোকাল জাত-সর্ণা প্রদর্শণী প্লট করেন। উক্ত অনুষ্ঠানে কৃষাণিরা তাদের অভিজ্ঞতা বর্ণনা করেন এবং কমিউটিটির সবাই শিক্ষণ প্রহন করনে এবং এই জাত তারা চাষ করবে বলে জানানা।
আজ হলোখানা ইউনিয়নের সুভারকুটি গ্রামের ক্লিনিক পাড়া মাঠে ৮টি পাড়ার কৃষাণি দলের আয়জনে ও কেয়ার বাংলাদেশ পাথওয়েজ প্রকল্পের সহযোগীতায় এক মাঠ দিবস পালন করা হয়। মাঠ দিবসে সাবেক এমপি ও ইউনিয়নের চেয়ারম্যান মোঃ উমর ফারুক উপসি'ত ছিলেন ও ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ গোলজার হোসেন উপসি'ত ছিলেন এবং কেয়ার পাথওয়েজ প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার নুরে আলম সিদ্দিকি লায়েন, মোঃ জহিরুল ইসলাম টেকনিক্যাল ম্যানেজার, প্রজেক্ট অফিসার আরজু মান আরা ও জোসনারা বেগম, সাংবাদিক ডাঃ জি এম ক্যাপ্টেন, সাংবাদকি জি এম রাশেদুল ইসলাম সহ এলাকার গণ্য মান্য ব্যাক্তি।
৩টি পাড়ায় জলবায়ু সহনশীল বন্যা সহিষ্ণু ধান বিনা-১১, বিনা-৭ ও লোকাল জাত-সর্ণা প্রদর্শণী প্লট করেন। উক্ত অনুষ্ঠানে কৃষাণিরা তাদের অভিজ্ঞতা বর্ণনা করেন এবং কমিউটিটির সবাই শিক্ষণ প্রহন করনে এবং এই জাত তারা চাষ করবে বলে জানানা।