বকশীগঞ্জে ভূমি জোনিং ম্যাপ যাচাইকরণ কর্মশালা অনুষ্ঠিত

G M Fatiul Hafiz Babu
বিল্লাল হোসেন , বিশেষ প্রতিনিধিঃ

ভূমি মন্ত্রণালয়ের জাতীয় ভূমি জোনিং প্রকল্পের আওতায় দেশের আর্থ সামাজিক উন্নয়ন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণ ও কৃষি ভূমির অবক্ষয় রোধে জামালপুরের বকশীগঞ্জে “উপজেলা পর্যায়ে ভূমি জোনিং ম্যাপ যাচাইকরণ” কর্মশালা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই দিন্যবাপি কর্মশালায় ইউএনও নার্গিস পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
এসময় ভূমি জোনিং নিয়ে আলোচনা করেন জাতীয় ভূমি জোনিং প্রকল্পের ফিশারিজ বিশেষজ্ঞ ও টিম লিডার আবদুস সাত্তার, জিআইএস এন্ড আরএস মাহবুবুর রহমান, লোকাল কনসালটেন্ট আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী ও মোর্শেদ আলম সিকদার।
এসময় বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাদিকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম আবু সায়েম, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার পাখি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন,উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবদুল হামিদ, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.ইউনুস আলী, মৎস্য কর্মকর্তা ফারহানা জাহান, উপজেলা প্রকৌশলী হেদায়েত উল্লাহ, ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল,বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা তারিকুল ইসলাম, বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক মোশারফ হোসেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু প্রমুখ।
কর্মশালায় বক্তারা কৃষি জমি সুরক্ষা ও ভূমি ব্যবহার আইন প্রণয়ন, ভূমিক্ষয় রোধে পরিকল্পিত বাড়ি-ঘর নির্মাণ নীতিমালা প্রণয়ন করার দাবি জানানো হয়। সেই সাথে আবাদযোগ্য জমি রক্ষায় উপজেলা ভিত্তিক কমিটি করারও দাবি করেন কর্মশালায় অংশগ্রহণ কারীরা।
এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা , জনপ্রতিনিধি, সাংবাদিক, ইমাম অংশ গ্রহণ করেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top