অল স্টার টুর্নামেন্টের টানা দ্বিতীয় ম্যাচে ওয়ার্নের দলের কাছে হারলো শচীনের দল। দ্বিতীয় ম্যাচটি ৫৭ রানে জিতে তিন ম্যাচের সিরিজটি ২-০ ব্যবধানে নিজের করে নিয়েছে ওয়ার্নস ওয়ারিয়র্স।
হিউস্টনের মিনিট মেইড পার্কে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয় শচীন ব্লাস্টারস ও ওয়ার্নস ওয়ারিয়র্স। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে রেকর্ড ২৬২ রান সংগ্রহ করে শেন ওয়ার্নের দল। ওয়ার্নস ওয়ারিয়র্সের রানের পাহাড় গড়তে ব্যাট হাতে সবচেয়ে বড় অবদান রাখেন কুমার সাঙ্গাকারা। তিনি মাত্র ৩০ বলে ৬টি চার ও ৬টি ছক্কার সমন্বয়ে ৭০ রানের ঝড়ো ইনিংস খেলেন। ২৩ বলে ৪৫ রানের ইনিংস খেলেন জ্যাক ক্যালিস। তার এই ইনিংসে ৩টি চার ও ৪টি ছক্কার মার ছিল। আগের ম্যাচের সর্বোচ্চ রান সংগ্রাহক রিকি পন্টিং আজ করেন ১৬ বলে ৪১ রান। যেখানে ৫টি চার ও ৩টি ছক্কার মার ছিল। এ ছাড়া ম্যাথু হেইডেন ৩২, সাইমন্ডস অপরাজিত ১৯ ও জন্টি রোডস অপরাজিত ১৮ রান করেন। বল হাতে শচীনের দলের ল্যান্স ক্লুজেনার ২টি উইকেট নেন।
২৬৩ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারিয়ে বিপদে পরে যায় শচীনের দল। ১০২ রানে ৫ উইকেট হারিয়ে বসলেও ল্যান্স ক্লুসেনার, শন পলক ও গ্রায়েম সোয়ানের ব্যাট ভর করে ২০৫ রান পর্যন্ত যেতে পারে তারা। শন পলক ২২ বলে ৭টি ছক্কা ও ১টি চারে ৫৫ রানের ঝড়ো ইনিংস খেলেন। সোয়ান ৮ বলে ২ চার ও ২ ছক্কায় ২২ রানে অপরাজিত থাকেন। শচীন খেলেন ৩৩ রানের ইনিংস। ওয়ার্নের দলের অ্যান্ড্রু সাইমন্ডস ৪ ওভারে ৭০ রান দিয়ে ৪ উইকেট নেনশচীনের দল ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ২০৫ রান সংগ্রহ করতে পারে। এই জয়ের ফলে তিন ম্যাচ সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে ওয়ার্নস ওয়ারিয়র্স। এর আগের ম্যাচটি ৬ উইকেটে জিতেছিল ওয়ার্নের দল।।