৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন নিয়ে ফিরছে নোকিয়া

Unknown
সেবা ডেস্ক: মাইক্রোসফটের সাথে খুব শিগগিরই শেষ হতে যাচ্ছে নোকিয়ার ফোন বিভাগের চুক্তি। তাই ২০১৬ তে এসেই নোকিয়া ইনকরপোরেশন নিজেদের অধীনেই স্মার্টফোন বাজারে আনার তোড়জোড় চালাচ্ছে। ইতোমধ্যে বেশ কয়েকটি ফোনের ধারনাও প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। সেগুলের মধ্যে সবচেয়ে আকষর্নীয় হচ্ছে 'নোকিয়া ম্যাকলরেন' নামের ফোনটি।
ফোনটি সম্পর্কে নোকিয়ার দেয়া তথ্য মতে, এটি দেখতে অনেকটা লুমিয়া ১০২০ মডেলের ফোনটির মত হবে। এটির সবচেয়ে বড় বৈশিষ্ট হচ্ছে ফোনটিতে থাকছে ৫০ মেগা পিক্সেলের প্রিভিউ ক্যামেরা সেন্সর। যার ছবি অনেকটা ডিএসএলআর ক্যামেরাকেও হার মানাবে।
থ্রিডি টাচ সম্বলিত পাঁচ ইঞ্চির ডিসপ্লে সমৃদ্ধ এ মোবাইলে থাকবে ছয় জিবি র‍্যাম। ফলে যে কোন কাজ অতি দ্রুত করে নেয়া যাবে মোবাইলটি দিয়ে। পাশাপাশি এতে থাকছে চার হাজার মিলি অ্যাম্পায়ারের উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যাটারি।
মোবাইলটি ২০১৬ সালের প্রথম দিকে বাজারে আসবে বলে জানিয়েছে নোকিয়া। তবে এর দাম কেমন হবে সে বিষয়ে কিছুই জানায়নি প্রতিষ্ঠানটি।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top