আসছে শীতে আপনার পোশাক

S M Ashraful Azom
দুনিয়াজুড়ে ফ্যাশন হাউসের দিকপালরা মাথা নষ্ট করা উইন্টার কালেকশন ২০১৬ নিয়ে প্রস্তুত। র্যাম্প কাঁপানো মডেলরা সব মিক্সড ম্যাচ, পার্টি আর ক্যাজুয়াল উইন্টার কাপড় গায়ে দিয়ে বলছে—দেখ এবার কী যোগ করা হয়েছে উইন্টার ট্রেন্ডে।
 
তবে এ দেশে শীত পড়ে কম, তাই বলে শীতপোশাকের বাহারে কমতি নেই। কম ঠাণ্ডায় পরার উপযোগী করেই বানানো হচ্ছে এ সময়ের শীতের পোশাক। পাশ্চাত্য ফ্যাশনের প্রভাব এখানে সবসময়। পাশ্চাত্য ফ্যাশন ট্রেন্ডে মেয়েদের জন্য ফোকাস ইন রেট্রো স্টাইল। পঞ্চাশ আর আশি দশকের জ্যাকেট, স্যুট, টপসের ফেমেনিন স্টাইলকে মর্ডানাইজ করা হয়েছে। স্লিক স্কার্ট বা টপসের বেশির ভাগ জুড়ে মেটালিক ডিটেইলস। পাঙ্ক আর রকের অনুপ্রেরণা। অ্যাবস্ট্র্যাক্ট অ্যাপরোচে মোটিফ, প্যার্টানের লাইন, স্ট্রাইপের উপস্থাপনার মুনশিয়ানা নজর কাড়ে। কমফি আর কুল পায়জামা স্টাইল ইন। এটা খুব ক্রিয়েটিভ আর ইনোভেটিভ অপশন। ফুলের মোটিফের পায়জামা আর এক রঙা টপসের সঙ্গে বিভিন্ন রঙের স্লুডি গলায় (মাফলার জাতীয়)। সঙ্গে লম্বা ওভার সাইজের কারডিগান। বড় সাইজের কারডিগান, কোট বেশ চোখে পরছে। নিটেড আর আরামদায়ক ওভার সাইজড টেইলরিং জাম্পারের পাশাপাশি ফিটিং আউট ফিট। লেদার জ্যাকেট বরাবরের মতো শীতের গ্ল্যামার বাড়ায়। বিদেশের বাজারে এরমধ্যে ক্যালভিন ক্লেইন, মাইকেল করস, এডেন, গুচি, সেন্ট লরেনসহ বহু খ্যাতনামা ব্র্যান্ড তাদের সাটিন, লেসের পার্টি কালেকশন নিয়ে বাজারে। এক্সেসরিস হিসেবে স্কার্ফ, টুপি আর গাঢ় রঙের ব্যবহার গত বছরের মতোই। ট্রেন্ড সচেতন নারীরা কমফোরড আর নিজের পারসোনালিটির সঙ্গে মানিয়ে যায় এমন কিছু আউট ফিট বেছে নিয়ে নিজের আত্মবিশ্বাস আর লাবণ্যে চাঁদ ছুঁতে পারেন।
 
এবার দেশীয় শীতের ট্রেন্ডে কাপড়ের নানা বৈচিত্র্য দেখা যাবে, এমন জানালেন ডিজাইনাররা। নানা নকশার ‘আউটার উইন্টার’ অর্থাত্ অন্য পোশাকের ওপর পরার মতো আরেকটি পোশাক যেমন—কোট, জ্যাকেট, ব্লেজার, সোয়াটার, শ্রাগ বা কটি ইত্যাদি বাজারে আসা শুরু হয়েছে এরমধ্যেই। পশ্চিমা ট্রেন্ড মেনেই নকশা করা হচ্ছে এসবের, তবে কাপড়টা এ দেশের আবহাওয়া উপযোগী। যেমন উল বা ফ্লিস নয়, বরং সুতি ও অ্যাক্রিলিক মিশ্রণে সোয়েটার বানিয়েছে ক্যাটস আই, জানালেন তাদের ডিজাইন বিভাগের পরিচালক সাদিক কুদ্দুস। ‘মেয়েদের জন্য রাউন্ডনেক, টার্টলনেক সোয়েটার থাকছে। আর কিছুদিন পরে পাওয়া যাবে নানা রকম পনচো আর শ্রাগ,’ বললেন তিনি।
 
ছেলেদের উইন্টার ফ্যাশনে স্কিনি টেইলরের প্রভাব লক্ষণীয়। স্যুটে স্লিম কাট আর ভিনটেজ যুগকে ফিরে পাওয়ার চেষ্টা। নীল, গ্রে, সবুজ, সাদা, কালো আর ক্যামেল আর সব মাস্কুলিন রং ছেলেদের উইন্টার ক্যাটওর্য়াক ডমিনেট করছে। ট্রেডিশনাল চেক, স্ট্রাইপের পাশাপাশি টুইড, নিটওয়্যার, স্পোর্টসওয়্যার, জাম্পার এই শীতকে উষ্ণ করে তুলবে।
 
কড়চা’র এবারের মডেল হয়েছেন শ্রাবস্তী, মিথিলা ও আসিফ। পোশাক ক্যাটস আই। ছবি সাঈদ সিদ্দিকী
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top