নৌবাহিনীতে প্রথমবারের মতো আসছে নারী নাবিক

S M Ashraful Azom
২০১৬ সালে নৌবাহিনীতে বিভিন্ন শাখায় প্রথমবারের মতো নারী নাবিক যোগদান করবে বলে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। 
বুধবার জাতীয় সংসদের অধিবেশনের সংরক্ষিত মহিলা আসন-৪১ এর সাংসদ বেগম কাজী রোজীর এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ‘নারী ও পুরুষের অনুপাত আনার লক্ষ্যে বাহিনীগুলোতে নারী সদস্য অন্তর্ভুক্তির বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। যার ফলে ভবিষ্যতে নারী সংখ্যা আরো বৃদ্ধি পাবে। এরই ধারাবাহিকতায় ২০১৬ সালে নৌবাহিনীতে বিভিন্ন শাখায় প্রথমবারের মতো নারী নাবিক যোগদান করবে।’
এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীতে পুরুষের তুলনায় নারীদের আনুপাতিক হার ‍তুলে ধরেন মন্ত্রী। যাতে নারীদের অবস্থানের করুণ চিত্র ফুটে উঠেছে। মন্ত্রীর দেয়া প্রতিবেদনে দেখা গেছে- সেনাবাহিনীতে পুরুষ ও নারীর শতকরা অনুপাত ৯০.৯৮: ৯.০২। একইভাবে নৌ ও বিমানবাহিনীতে নারীদের অংশগ্রহণ যথাক্রমে ৯৭.৪৩:২.৫৭ এবং ৯৮.১৬:১.৮৪। অর্থাৎ এ তিনটি বাহিনীর একটিতেও ১০ শতাংশের ওপরে নারীদের অংশগ্রহণ নেই। 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top