তথ্যবহুল সংবাদ পরিবেশনের আহ্বান স্পিকারের

S M Ashraful Azom
গঠনমূলক সমালোচনার মাধ্যমে তথ্যবহুল সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, সংবাদে যত বেশি তথ্য উঠে আসবে, জনগণ দেশ সম্পর্কে তত বেশি জানতে পারবে।

শুক্রবার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ‘দ্বি-বার্ষিক প্রতিনিধি সম্মেলন- ২০১৫’র উদ্বোধনী অন্ষ্ঠুানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

স্পিকার বলেন, সংবাদপত্র শুধু শক্ত জনমতই গঠন করে না, জনগণকে প্রভাবিতও করে। তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে ইতিবাচক জনমত তৈরি করে দেশের সামগ্রিক উন্নয়নে সকলকে সহযোগিতা করার আহ্বান জানান।

গণতন্ত্রকে শক্তিশালী করা এবং মানুষের অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে স্পীকার বলেন, এ পেশা মসৃণ নয়। অনেক ঝুঁকি নিয়ে আপনাদের প্রতিনিয়ত কাজ করতে হয় বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আপনাদের জন্য ‘কল্যাণ ট্রাস্ট আইন’ পাসসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে।

বিএফইউজের উদ্যোগে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।

বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুল সম্মেলনে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তৃতা দেন সংগঠনের মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া। শোকপ্রস্তাব পাঠ করেন সংগঠনের কার্যকরি পরিষদের সদস্য মধুসূদন মন্ডল।

বিএফইউজে কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামালের সঞ্চালনায় ১০টি ইউনিয়নের সভাপতিগণ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top