ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন' উদ্বোধন করলেন রাষ্ট্রপতি

S M Ashraful Azom
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের' উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শুক্রবার বিকেলে বঙ্গভবনের দরবার হলে ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী ছয় শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন তিনি। শনিবার প্রায় দুই কোটি ১৪ লাখ শিশুকে এই ভিটামিন খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
 
ছয় মাস থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। প্রায় এক লাখ ২০ হাজার স্থায়ী স্বাস্থ্যকেন্দ্র এবং বাসস্ট্যান্ড, রেলস্টেশন, লঞ্চঘাট, বিমানবন্দর, ফেরিঘাটসহ বিভিন্ন স্থানে ২০ হাজার ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে শিশুদের টিকা খাওয়ানো হবে।
 
অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, 'আমাদের মনে রাখতে হবে শিশুরাই দেশের ভবিষ্যৎ; তাদের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ কার্যক্রমকে সফল করতে পারলে আগামী প্রজন্মের জন্য আমরা একটি সুন্দর বাংলাদেশ রেখে যেতে পারব।'
 
আবদুল হামিদ বলেন, "তাই ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়াতে আপনার শিশুকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে আসুন এবং অন্যদেরও নিয়ে আসতে উৎসাহিত করুন।"
 
বঙ্গভবনে ওই অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী প্রমুখ।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top