টিআইবিকে ৩ দিনের আল্টিমেটাম সুরঞ্জিতের

S M Ashraful Azom
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘টিআইবি সংসদকে কটাক্ষ করে রাষ্ট্রদ্রোহী অপরাধ করেছে। আগামী তিন দিনের মধ্যে অবনতমস্তকে টিআইবিকে ক্ষমা চেয়ে বলতে হবে আগামীতে সংবিধান লংঘন করবে না, অন্যথায় টিআইবি অস্তিত্বহীন হয়ে যাবে।’
 
জাতীয় সংসদকে নিয়ে ট্রান্সপ্যারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সাম্প্রতিক রিপোর্ট নিয়ে শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিন সোমবার উত্তপ্ত হয়ে উঠেছিল সংসদ। সেখানে দেয়া বক্তব্যে সুরঞ্জিত আরো বলেন, ‘সংবিধান কোনো কাগজ নয়, আর সংসদ না থাকলে জনগণ রিপাবলিক থাকে না। সার্বভৌম সংসদকে পুতুল নাচের নাট্যশালা বলে টিআইবি সংবিধান লংঘনের পাশাপাশি চরম ধৃষ্টতা দেখিয়েছে।’
 
তিনি বলেন, ‘টিআইবি অবশ্যই দায়বদ্ধ সংস্থা, আইন, সংবিধান ও সংসদের অধীন। এর এক চুলও বাইরে যাওয়ার সুযোগ নেই। তিনি বলেন, আইন, সংবিধান, সংসদ ও সরকারের উর্ধ্বে নয় টিআইবি। সংসদ ও রাষ্ট্র কী এতোই অসহায় টিআইবির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে না।’
 
প্রসঙ্গত, সম্প্রতি এক রিপোর্টে জাতীয় সংসদকে ‘পুতুল নাচের নাট্যশালা’ বলে উল্লেখ করে টিআইবি। এরপর থেকেই সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা টিআইবিকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে আসছে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top