সেবা ডেস্ক: একের অধিক সিম ব্যবহার করা একটা ঝামেলাই বটে। প্রত্যেকটি সিমের জন্য আলাদা আলাদা মোবাইল ব্যবহার করতে হয়। আবার কারও কারও জন্য একের অধিক সিম ব্যবহার করা জরুরিই বলা চলে। এবার সম্ভবত এই সমস্যা দূর হতে চলেছে।
মোবাইল সংস্থা ব্ল্যাকবেরি এমনই একটা ভার্চুয়াল সিম চালু করতে যাচ্ছে যেটিতে একই সাথে সর্বোচ্চ ৯টি নম্বর ব্যবহার করা যাবে।
এক্ষেত্রে সিমটি হবে একটি ভার্চুয়াল সিম। এই সিমে একজন একসঙ্গে সর্বাধিক ৯টি নম্বর ব্যবহার করতে পারবেন। ৯টি নম্বর নয়টি ভিন্ন ভিন্ন টেলিকম সংস্থারও হতে পারে। যারা ব্যক্তিগত ও ব্যবসায়িক কাজে আলাদা আলাদা সিম এবং মেসেজের জন্য আলাদা সিম ব্যবহার করেন, এই পরিসেবাটি তাদের জন্য আশীর্বাদ হয়েই আসবে।
এই পরিসেবাটি নিয়ে ইতোমধ্যেই বিভিন্ন টেলিকম সংস্থার সঙ্গে কথা বলেছে ব্ল্যাকবেরি। ব্ল্যাকবেরির ভারতের ম্যানেজিং ডিরেক্টর সুনীল লালবাণী জানিয়েছেন, ‘এক সিমে নয়টি নম্বর’ প্রজেক্টটি আফ্রিকার কয়েকটি দেশে সফল হয়েছে। এবার সব ঠিকঠাক থাকলে এই বছরের শেষের দিকে ভারতে এই সেবাটি চালু হবে।
বৈশ্বিক মোবাইল বাজারে অ্যাপল এবং স্যামসাংয়ের দাপটে একেবারেই পিছিয়ে পড়েছে ব্ল্যাকবেরি। নতুন এই পরিসেবাটির মাধ্যমে ব্ল্যাকবেরি আবার ঘুরে দাঁড়াবে এমনটাই ভাবছেন প্রযুক্তি বাজার বিশেষজ্ঞরা।