অক্টোবরে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। সেপ্টেম্বর মাসে মূল্যস্ফীতি ৬ দশমিক ২৪ শতাংশ থেকে কিছুটা কমে অক্টোবরে মূল্যস্ফীতির হার ৬.১৯ শতাংশে দাঁড়িয়েছে। গত বছর অক্টোবরে তা ছিল ৬ দশমিক ৬ শতাংশ।
মঙ্গলবার একনেক-পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, শীতকালীন শাক-সবজি বাজারে আসতে শুরু হওয়ায় মূল্যস্ফীতি কমতে শুরু করেছে। একই সাথে বিশ্ববাজারে ভোগ্য-পণ্য ও তেলের দাম নিম্নমুখী থাকায় আমাদের মূল্যস্ফীতিতে এর প্রভাব পড়েছে। আগামী মাসে শীতকালীন শাক-সবজি পূর্ণমাত্রায় বাজারে আসলে মূল্যস্ফীতি আরো কমে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ তথ্যানুযায়ী অক্টোবরে খাদ্য ও খাদ্য-বহির্ভূত উপখাতে মূল্যস্ফীতি যথাক্রমে ৫ দশমিক ৮৯ ভাগ ও ৬ দশমিক ৬৭ ভাগ। এর আগের মাসে এ হার ছিলো যথাক্রমে ৫ দশমিক ৯২ ও ৬ দশমিক ৭৩ ভাগ।
অপর দিকে, অক্টোবরে গ্রামে ও শহরে মূল্যস্ফীতি হয়েছে যথাক্রমে ৫ দশমিক ৮২ ও ৬ দশমিক ৯১ ভাগ। সেপ্টেম্বরে এ হার ছিলো যথাক্রমে ৫ দশমিক ৮৬ ভাগ ও ৬ দশমিক ৯৬ ভাগ। বিবিএস তথ্যানুযায়ী এক মাসের ব্যবধানে অক্টোবরে মাছ, মাংস, সবজি, মসলা ও তামাক জাতীয় পণ্যের দাম কমায় খাদ্যে মূল্যস্ফীতির হার কমেছে। পাশাপাশি কমেছে বাড়ি ভাড়া, আসবাবপত্র, গৃহস্থলী, চিকিত্সা সেবা, পরিবহন ও শিক্ষা উপকরণের দামও।
বিবিএস আরো জানায়, অক্টোবরে জাতীয় মজুরি হার সূচক ১৩১ দশমিক ৭ হয়েছে যা সেপ্টেম্বরে ছিলো ১৩০ দশমিক ৫২।