সেবা ডেস্ক: যতোই দিন যাচ্ছে ততোই পরিণত হয়ে উঠছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানতে ৩৪ রানে ৫টি উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের পেছনে বড় অবদার রেখেছে এই বাঁহাতি পেসার। মুস্তাফিজ আগামীতে অনেক বড় বোলারে পরিণত হবেন বলে মনে করছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
প্রতিটি সিরিজে নতুন নতুনভাবে নিজেকে তুলে ধরছেন মুস্তাফিজ। তৃতীয় ওয়ানডে ইনসুইংগারে বিভ্রান্ত করেছেন জিম্বাবুয়ে ব্যাটসম্যানদের। নতুন নতুন ডেলিভারিতে জিম্বাবুয়ের দুই ব্যাটসম্যানকে বোকা বারিয়েছেন।
মুস্তাফিজের প্রশাংসা করে মাশরাফি বলেন, ‘মুস্তাফিজের বোলিংয়ে বৈচিত্র্য অনেক আছে। কাটার যেটা করে, সেটা দুই রকমের। ব্যাটসম্যান যদি দুইটা বল খেলে, ভাবতে পারে যে এইভাবেই কাটার করে। যখন আরেকটা কাটার মারে, তখন ভাবে যে অন্যভাবেও চিন্তা করতে হবে।’
মাত্র নয় ম্যাচ খেলে এরই মধ্যে তিনবার পাঁচটি করে উইকেট পেয়েছেন মুস্তাফিজ। এ পর্যন্ত এ বাঁ-হাতির সংগ্রহ ২৬টি উইকেট। যেভাবে বল করছেন মুস্তাফিজ কিংবা উইকেট পাচ্ছেন, তাতে করে তিনি যে আগামীতে অনেক বড় বোলার হবেন, তা বিশ্বাস করেন মাশরাফি। শুধু বড় বোলারই নন, একই সঙ্গে মাশরাফির বিশ্বাস, মুস্তাফিজ অনেক বড় বড় বোলারের রেকর্ডও বেঙ্গে দেবেন।
মাশরাফি ভাষাতেই শুনুন মন্তব্যটা, ‘ও যেভাবে পারফর্ম করছে, তাতে সে আমাদের উইকেট শিকারি বোলার। আর উইকেট শিকারি বোলারই সবসময় আক্রমণাত্মক হয়। শেষ তিনটি সিরিজে যেভাবে বোলিং করেছে, সেটা অবশ্যই স্মরনীয়। শেষ তিনটা সিরিজ জয়ে অনেক বড় অবদান আছে তার। আমি বিশ্বাস করি, অনেক বড় কোনো বোলারের রেকর্ড সে ভাঙবে। সে পণই করেছে, হয় ৩ উউইকেট নেবে, অথবা ৫ উইকেট নেবে। এভাবে যেতে থাকলে অনেক উইকেটই সে পাবে।’