কক্সবাজারে ওয়াইএলসি-৬ রাডার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি

S M Ashraful Azom
রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বলেছেন, ‘সরকার বিমান বাহিনীর সাংগঠনিক উন্নয়ন এবং পেশাগত নৈপুণ্য বৃদ্ধির জন্য যুদ্ধ বিমান ও প্রয়োজনীয় যুদ্ধ উপকরণ সংযোজনের প্রক্রিয়া অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় ওয়াইএলসি-৬ রাডার সংযোজনের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী দেশ ও জাতির অগ্রগতি ও নিরাপত্তায় আরো সক্রিয় অবদান রাখতে সক্ষম হবে।’
 
বুধবার দুপুরে কক্সবাজারে বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার ডিফেন্স রাডার (ওয়াই এলসি- ৬) এর অন্তর্ভুক্তি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, ‘দেশের পূর্বাঞ্চলের সামরিক ও আকাশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে কক্সবাজারে স্থাপন করা হয়েছে বিমানবাহিনীর বিশেষ রাডার। শহরতলীর কলাতলী দরিয়ানগরের পাহাড়ের উপর স্থাপিত এই রাডারের মাধ্যমে সহজে শত্রু পক্ষের বিমান চিহ্নিত করা যাবে।’
 
রাষ্ট্রপতি বলেন, ‘ফোর্সেস গোল-২০৩০ বাস্তবায়নে বাংলাদেশ বিমান বাহিনী আরো একধাপ এগিয়ে যাবে।’ পরে তিনি রাডার স্টেশনের ফলক উন্মোচন করেন এবং এয়ার ডিফেন্স রাডার (ওয়াই এলসি-৬) ঘুরে দেখেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top