ভারতের জিস্যাট-১৫ এর সফল উৎক্ষেপণ

S M Ashraful Azom
ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) যোগাযোগ স্যাটেলাইট জিস্যাট-১৫ সফলভাবে উৎক্ষেপণ করেছে। স্যাটেলাইটটি সম্পূর্ণভাবে ভারতে তৈরি। দক্ষিণ আমেরিকার ফ্রেঞ্চ গায়ানা থেকে বুধবার রাত ৩টা ৪ মিনিটে আরিয়ান-৫ রকেটে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়।

তিন হাজার ১৬৪ কেজি ওজনের জিস্যাট-১৫ তৈরিতে ২৭৮ কোটি রুপি খরচ হয়েছে। স্যাটেলাইটটি টেলিভিশনের ডাইরেক্ট হোম সার্ভিস (ডিটিএইচ) সম্প্রচার ও বিমানের ন্যাভিগেশন সিস্টেমের জন্য কাজ করবে।

ইসরোর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাত ৩ টা ৪ মিনিটে আরিয়ান-৫ উৎক্ষেপণ যানটি লঞ্চপ্যাড ছেড়ে যায়। এর ৪৩ মিনিট ২৪ সেকেন্ড পর জিস্যাট-১৫ আরিয়ান-৫ এর আপার স্টেজ থেকে বিচ্ছিন্ন হয়ে কক্ষপথে যাত্রা করে। সূত্র: এনডিটিভি
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top