শাহাদাতের জামিন নামঞ্জুর

S M Ashraful Azom
শিশু গৃহকর্মীকে নির্যাতনের মামলায় ক্রিকেটার শাহাদাত হোসেনের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন এই আদেশ দেন।

এ সময় আদালতে শাহাদাতের পক্ষে জামিন আবেদন করেন অ্যাডভোকেট তুহিন হাওলাদার। জামিনের বিরোধিতা করে শুনানি করেন মহানগর পিপি আবদুল্লাহ আবু।

উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর গৃহকর্মী নির্যাতনের অভিযোগে শাহাদাত ও তার স্ত্রী নিত্য শাহাদাতকে আসামি করে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়। মামলাটি করেন খন্দকার মোজাম্মেল হক।

গত ৪ অক্টোবর রাজধানীর মালিবাগে শাহাদাতের এক আত্মীয়ের বাড়ি থেকে স্ত্রী নিত্য শাহাদাতকে গ্রেফতার করে পুলিশ।

পরে ৫ অক্টোবর ঢাকা মহানগর হাকিম ইউসুফ হোসেনের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন শাহাদাত। শুনানি শেষে বিচারক তার ‍জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।

এরপর গত ৮ অক্টোবর ক্রিকেটার শাহদাতকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম ইউসুফ হোসেন। পরে ১৩ অক্টোবর তিন দিনের রিমান্ড শেষে শাহাদাতকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর হাকিম কাজী কামরুল ইসলাম।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top