রাসিকের প্যানেল মেয়র নুরুন্নাহার কারাগারে

S M Ashraful Azom
বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্যানেল মেয়র-৩ নুরুন্নাহার বেগমের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানের নির্দেশ দিয়েছে আদালত। 
 
বৃহস্পতিবার দুপুরে শুনানি শেষে মহানগর দায়রা জজ আদালতের বিচারক আলতাফ হোসেন এই আদেশ দেন। 
 
এর আগে সকালে আদালতে হাজির হয়ে তিনি জামিনের আবেদন করেন।
 
নুরুন্নাহার বেগমের আইনজীবী রইসুল ইসলাম জানান, গত ৫ জানুয়ারি নগরীর কাদিরগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। ওই ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় পুলিশ বাদী হয়ে বিস্ফোরক আইনে একটি মামলা করে। তদন্ত শেষে গত মে মাসে পুলিশ ওই মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করে। প্যানেল মেয়র-৩ নুরুন্নাহার বেগম এজাহার নামীয় আসামি না থাকলেও অভিযোগপত্রে তার নাম অর্ন্তভুক্ত করে পুলিশ। 
 
ওই মামলায় বৃহস্পতিবার সকালে তিনি মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান। 
 
শুনানি শেষে দুপুরে বিচারক আলতাফ হোসেন জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় বলেও জানান তিনি।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top