ডিএসইতে বেড়েছে সূচক ও লেনেদেন

S M Ashraful Azom
৬ দিন দরপতনের পর বৃহস্পতিবার ঘুরে দাঁড়িয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক। আগের দিনের চেয়ে আজ সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে।
 
ডিএসইতে আজ মোট ৩১৩ টি কোম্পানির ৮ কোটি ৭৮ লাখ ৭৭ হাজার ২১৩ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৩০৪ কোটি ৩৭ লাখ ৬৬ হাজার ২১১টাকা। যা আগের দিনের চেয়ে ৪৯ কোটি ৩৪ লাখ টাকা বেশি।
 
ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৬২ দশমিক শূন্য ৩ পয়েন্ট বেড়ে ৪৪৩৩ দশমিক ৫৮ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২৪ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে ১৬৮৯ দশমিক শুণ্য ৮ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ১২ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ১০৬৭ দশমিক ৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে লেনদেনকৃত ৩১৩ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২১১টির, কমেছে ৬৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ার।
 
লেনদেনের ভিত্তিতে টাকার পরিমাণে এগিয়ে থাকা প্রধান ১০টি কোম্পানি হলো: তিতাস গ্যাস, ইফাদ অটোস, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো লি., স্কয়ার ফার্মা, সাইফ পাওয়ার, কাশেম ড্রাইসেল, কেডিএস এক্সসোরিজ, ইউনাইটেড এয়ার ও আমান ফীড।
 
দাম বাড়ায় এগিয়ে থাকায় ১০ কোম্পানি হলো: তিতাস গ্যাস,গোল্ডেন হারভেস্ট, মালেক স্পিনিং,দেশ গার্মেন্ট, প্রাইম ফাইন্যান্স, সোনালী আঁশ, ইস্টার্ন ব্যাংক লিঃ, পাওয়ার গ্রীড, কাশেম ড্রাইসেল ও ইউনাইটেড এয়ার।
 
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০ কোম্পানি হলো: আমান ফীড, জাহিন স্পিনিং, দেশবন্ধু পলিমার, ইস্টার্ন লুব্রিকেন্টস, আইসিবি প্রথম এনআরবি, আইএফআইসি প্রথম মি. ফা., প্রিমিয়ার সিমেন্ট, এশিয়ান টাইগার, মুন্নু সিরামিকস ও আইসিবি এম্পলয়ী মি. ফা. ১ স্কীম ১। 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top