প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার বগুড়া যাচ্ছেন। প্রায় এক দশকেরও বেশি সময় পর বগুড়ায় দলীয় জনসভায় অংশ নেবেন তিনি। জনসভার অগে ৩৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।
এমপি আব্দুল মান্নান জানান, বগুড়াকে সিটি করপোরেশন ঘোষণা, বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ চালু, ফুটবল স্টেডিয়াম নির্মাণ, পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ একটি করে ছেলে ও মেয়েদের স্কুলকে জাতীয়করণের ঘোষণার আশা করছে বগুড়াবাসী। জেলা প্রশাসক আশরাফ উদ্দিন জানান, পুরো শহরকে নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে ।
এদিকে প্রস্তুতিমূলক কর্মসূচির অংশ হিসেবে গতকাল একটি শোভাযাত্রা বের করে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। এতে সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ, সাংগঠনিক সম্পাদক শেখ সোহেল রানা টিপু উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারযোগে বগুড়া সেনানিবাসে যাবেন । পরে বেলা আড়াইটায় প্রধানমন্ত্রী বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে স্থাপিত ইলেকট্রনিক বোর্ডের মাধ্যমে উন্নয়ন প্রকল্পগুলো উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে সেখানে জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন তিনি।