এমপি লিটন জামিন পাওয়ায় সুন্দরগঞ্জে লিটনবিরোধী আন্দোলনকারীদের মধ্যে চাপা আতংক দেখা দিয়েছে। ইতিমধ্যে কয়েকজনকে বিভিন্ন মাধ্যমে হুমকি প্রদান করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে সৌরভের পরিবার তার জামিনে অসন্তুষ্ট হলেও ভীত নন। এদিকে, গত রবিবার রাতেই এমপি লিটন চলতি সংসদ অধিবেশনে যোগ দেয়ার জন্য ঢাকা গেছেন।
সুন্দরগঞ্জ পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন বলেন, এমপি লিটনের জামিন হবার আগ থেকেই তার লোকজন আমাকে হুমকি দিচ্ছে। জামিনের সংবাদের পর তিনি ব্যক্তিগতভাবে চরম নিরাপত্তাহীনতায় আছেন।
সুন্দরগঞ্জ নাগরিক সংগ্রাম পরিষদের সভাপতি বীরেন সরকার বলেন, আইন তার নিজ গতিতে চলবে। সে বিষয়ে আমাদের কোনো হস্তক্ষেপ করার সুযোগ নেই। তবে শিশু সৌরভকে গুলি করে হত্যা চেষ্টার মামলাটি দ্রুত বিচার আইনে নেয়া প্রয়োজন বলে তিনি মনে করেন।
এমপি লিটনের স্ত্রী সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি জানান, এমপি লিটন চলতি সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন। হুমকির বিষয়ে তিনি জানান, এসবের কোনো ভিত্তি নেই।
আহত শিশু সৌরভের মা সেলিনা বেগম জানান, এমপি লিটনের জামিনের সংবাদে তারা ভীত নন। কারণ বাড়িতে চৌকিদার পাহাড়ায় আছে। আর মামলাও যেহেতু চলমান তাই সুবিচারের আশা করছেন তিনি। শিশু সৌরভ বলেন, আমি এখনও অসুস্থ। তাই এ বিষয়ে আমার কিছু বলার নেই। তবে এ ঘটনায় যেন আমি সুবিচার পাই।